kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

হিন্দু কর্মচারীর শেষকৃত্য করল মুসলিম পরিবারটি

অনলাইন ডেস্ক   

৭ জুলাই, ২০২২ ১৪:৫৮ | পড়া যাবে ১ মিনিটেহিন্দু কর্মচারীর শেষকৃত্য করল মুসলিম পরিবারটি

ভারতের বিহার রাজ্যের ঘটনা। হিন্দু কর্মচারীর শেষকৃত্য করেছে মুসলিম একটি পরিবার। এ ঘটনার মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত আবারও উঠে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একজন হিন্দু ধর্মাবলম্বীর মরদেহ কাঁধে করে নিয়ে যাচ্ছেন মুসলিম মুহাম্মদ রিজওয়ান।

বিজ্ঞাপন

 

জানা গেছে, মৃত রামদেব শাহ ২৫ বছর ধরে রিজওয়ানের দোকানে কাজ করেছেন। গত ২৫ বছরে রামদেবকে নিজের পরিবারের সদস্য হিসেবেই মনে করেছেন রিজওয়ান।

এনডিটিভি জানিয়েছে, রামদেব ৭৫ বছর বয়সে গত সপ্তাহে মারা গেছেন। তার শেষকৃত্যে রিজওয়ান ছাড়াও পুরো পরিবারের সদস্যরা উপস্থিত থেকেছে।

রামদেবের এই শেষকৃত্যে প্রতিবেশী অনেক মুসলমানও উপস্থিত ছিল। স্থানীয়রা বলছেন, রিজওয়ানের দোকানে দুই যুগের বেশি সময় কাজ করেছেন রামদেব। এই সময়ে সবার মনে জায়গা করে নিয়েছেন রামদেব। তিনি অমায়িক মানুষ ছিলেন।
সূত্র: এনডিটিভিসাতদিনের সেরা