kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আব্বাস নাকভির পদত্যাগ

অনলাইন ডেস্ক   

৭ জুলাই, ২০২২ ০১:৫২ | পড়া যাবে ১ মিনিটেভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আব্বাস নাকভির পদত্যাগ

মুখতার আব্বাস নাকভি

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বুধবার পদত্যাগ করেছেন বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি ও আরসিপি সিং। রাজ্যসভার সদস্যপদের মেয়াদ শেষের একদিন আগে পদত্যাগপত্র জমা দেন তাঁরা।

কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী আব্বাস নাকভিকে বিজেপি দ্বিতীয়বার মনোনয়ন দেয়নি। অন্যদিকে ইস্পাতমন্ত্রী আরসিপি সিং বিহারের মূখ্যমন্ত্রী নীতিশ কুমারের ঘনিষ্ঠ ও দলের দ্বিতীয় ব্যক্তি।

বিজ্ঞাপন

বিজেপির সাথে বেশি ঘনিষ্ঠতা দলের পছন্দ না হওয়ায় তাকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হয়নি বলে বলাবলি হচ্ছে।

বুধবার সকালে শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার সময় দুই মন্ত্রীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আব্বাস নাকভিকে (৬৪) বিজেপি পরবর্তী ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করতে পারে বলে গুঞ্জন রয়েছে। মন্ত্রীর পদ ত্যাগের আগে তিনি বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট জে পি নাড্ডার সঙ্গে দেখা করায় ওই গুঞ্জন ঘিরে আলোচনা জোরদার হয়েছে।

আগামী ৬ আগস্ট ভারতের ভাইস প্রেসিডেন্ট নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ জুলাই। ভাইস প্রেসিডেন্ট পদে এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেরালার গভর্নর আরিফ মোহাম্মদ খান, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নাজমা হেপতুল্লাহ ও পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। সূত্র: এনডিটিভিসাতদিনের সেরা