kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

আস্থা ভোটে পাস মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

অনলাইন ডেস্ক   

৪ জুলাই, ২০২২ ১৯:৩৬ | পড়া যাবে ২ মিনিটেআস্থা ভোটে পাস মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

শক্তি পরীক্ষায় উতরে গেলেন ভারতের মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সোমবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটে জয়ী হলো শিন্ডে-বিজেপি সরকার। জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪৪ ভোট। সেই 'ম্যাজিক সংখ্যা' পার করে ১৬৪ জন বিধায়কের সমর্থন পেয়েছে শিন্ডে শিবির।

বিজ্ঞাপন

শিবসেনার মুখ্য হুইপ ভরত গোগাওয়ালের নির্দেশনার বিরুদ্ধে ভোট দিয়েছেন সদ্য সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য। সাবেক মুখ্যমন্ত্রী অশোক চৌহান ও কংগ্রেসের শীর্ষ নেতা বিজয় ওয়াদেত্তিভার ভোট দেননি। এর জেরে তাদের ঘিরে জল্পনা-কল্পনা ছড়িয়েছে।

সমাজবাদী পার্টির দুই বিধায়ক ও এমআইএমের এক বিধায়ক ভোটদান থেকে বিরত থেকেছেন। শিন্ডে সরকারের বিরুদ্ধে ভোট পড়েছে ৯৯টি।

আস্থা ভোটে জয়ের পর উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীস বলেছেন, 'শিন্ডে বালাসাহেব ঠাকরের শিবসৈনিক'।

এর আগে শিন্ডেসহ ১৬ বিদ্রোহীর বিধায়ক পদ বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে গিয়েছে উদ্ধব বাহিনী। গত বুধবার রাতে দলীয় বিদ্রোহের মুখে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে। পরের দিন মুখ্যমন্ত্রী হিসেবে শিন্ডের নাম ঘোষণা করে চমকে দেন দেবেন্দ্র ফড়নবীস। সেই সন্ধ্যাতেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শিন্ডে। উপমুখ্যমন্ত্রী হন বিজেপির ফড়নবীস।  

সূত্র : আনন্দবাজার পত্রিকাসাতদিনের সেরা