kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

ভারতের হিমাচলে স্কুলবাস খাদে পড়ে নিহত ১৬, আহত অনেকে

অনলাইন ডেস্ক   

৪ জুলাই, ২০২২ ১২:০৯ | পড়া যাবে ১ মিনিটেভারতের হিমাচলে স্কুলবাস খাদে পড়ে নিহত ১৬, আহত অনেকে

ভারতের হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। সেখানে খাদে পড়ে গেছে স্কুল বাস। কয়েক জন শিক্ষার্থীসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছে।

বিজ্ঞাপন

সেক্ষেত্রে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে ৮টা নাগাদ জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বাসটিতে অন্তত ৪০ জন শিক্ষার্থী ছিল। নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে।
সূত্র: এএনআই।সাতদিনের সেরা