kalerkantho

শনিবার । ১ অক্টোবর ২০২২ । ১৬ আশ্বিন ১৪২৯ ।  ৪ রবিউল আউয়াল ১৪৪৪

ইতালিতে হিমবাহ ধসে ৬ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

অনলাইন ডেস্ক   

৪ জুলাই, ২০২২ ০৯:২৭ | পড়া যাবে ১ মিনিটেইতালিতে হিমবাহ ধসে ৬ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

প্রতীকী ছবি

ইতালির উত্তরাঞ্চলীয় আলপস পার্বত্য এলাকায় তুষারপাতে একটি হিমবাহ ধসে পড়েছে। বিবিসি জানিয়েছে, এ ঘটনায় অন্তত ছয় জন নিহত হয়েছে।  

জরুরি কর্মকর্তারা বলেছেন, হিমবাহ ধসে আরও অন্তত আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

সে ক্ষেত্রে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সেখানে উদ্ধার অভিযানে সহায়তা করতে পাঁচটি হেলিকপ্টচার এবং বহু জরুরি কর্মী পাঠানো হয়েছে। হিমবাহ ধসের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এক ভিডিওতে দেখা গেছে, ওই অঞ্চলের সবচেয়ে উচু পর্বত মারমোলাডার একটি ঢালে ব্যাপক পরিমাণ বরফ ধসে পড়ছে।

জরুরি সেবা বিভাগের মুখপাত্র মিচেলা ক্যানোভা জানান, দুর্ভাগ্যজনকভাবে প্রথমে পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে সেই সংখ্যা ছয়ে ঠেকেছে।

তিনি আরো বলেন, তুষার, বরফ এবং পাথরের একটি ধস তাদের পথে প্রবেশের রাস্তায় আঘাত করে। ওই সময়ে সেখানে বেশ কয়েকটি দল ছিল, তাদের মধ্যে কয়েকটি দল ভেসে গেছে। কতজন ভেসে গেছে, তা সুনির্দিষ্টভাবে এখনো জানা যায়নি।

সূত্র: বিবিসিসাতদিনের সেরা