শিরিন আবু আকলেহ
আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যায় ব্যবহৃত বুলেটটি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে সম্মতি দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। গত মাসে ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনা অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আবু আকলেহ।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের জেনারেল প্রসিকিউটর আকরাম আল-খতিব বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষার জন্য বুলেটটি আমরা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে সম্মত হয়েছি। ’
আবু আকলেহ হত্যাকাণ্ডের পরপরই আলজাজিরা টিভি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ দাবি করেছিল ইসরায়েলি সেনার গুলিতে আকলেহ নিহত হন।
বিজ্ঞাপন
ব্যালিস্টিক ও ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষার পর দাবি করেছেন, যে রাইফেল থেকে বুলেটটি ছোড়া হয় তা ইসরায়েলি বাহিনী ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের নকশায় তৈরি ওই বুলেটও ব্যবহার করে থাকে ইসরায়েলি বাহিনী।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বৈদেশিক গোয়েন্দা সংস্থা সিআইএর আন্তর্দেশীয় সন্ত্রাসবাদী হুমকি বিষয়ক সাবেক কর্মকর্তা গ্লেন কার্ল বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য বিব্রতকর হতে পারে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ আগে বলেছিল তারা বুলেটটি ইসরায়েল বা অন্য কারো কাছে তদন্তের জন্য হস্তান্তর করবে না।
সূত্র : আলজাজিরা