kalerkantho

মঙ্গলবার। ৯ আগস্ট ২০২২ । ২৫ শ্রাবণ ১৪২৯ । ১০ মহররম ১৪৪৪

ইরানে শক্তিশালী ভূমিকম্প, অন্তত পাঁচজন নিহত

অনলাইন ডেস্ক   

২ জুলাই, ২০২২ ২০:৩০ | পড়া যাবে ১ মিনিটেইরানে শক্তিশালী ভূমিকম্প, অন্তত পাঁচজন নিহত

সায়াহ খোশ গ্রামে ধ্বংসলীলার ছবি: এএফপি

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানে ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

আঘাতের শিকার স্থানটি প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাসের ১০০ কিলোমিটার (৬০ মাইল) দক্ষিণ-পশ্চিমে উপকূলের কাছে অবস্থিত।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পাঁচজনের মৃত্যু হয়েছে ৬ মাত্রার ভূমিকম্পে।

বিজ্ঞাপন

তবে দুটি পরাঘাতও সমান শক্তিশালী ছিল।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সায়াহ খোশ নামে একটি গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। তারা বলেন, উদ্ধারকারীরা জরুরি আবাসন সুবিধা দিচ্ছে এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করছে।

সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতেও কম্পন অনুভূত হয়েছে।

গত মাসেই ইরানের প্রতিবেশী আফগানিস্তানের পার্বত্য অঞ্চল পাকতিকায় ভূমিকম্পে অন্তত এক হাজার মানুষ মারা যায়।

ইরান সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিধ্বংসী ভূমিকম্পের শিকার হয়েছে। দেশটি একটি প্রধান ভূতাত্ত্বিক চ্যুতির ওপর অবস্থিত, যে কারণে সেখানে ভূমিকম্প বেশি হয়। ২০০৩ সালে একটি ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ৩০ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছিল। এতে প্রাচীন শহর বাম ধ্বংস হয়ে যায়।

সূত্র : বিবিসি ও আলজাজিরাসাতদিনের সেরা