kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

যুক্তরাজ্যে নতুন করে পাঁচ লাখ করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক   

২ জুলাই, ২০২২ ০১:৪৬ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাজ্যে নতুন করে পাঁচ লাখ করোনায় আক্রান্ত

জাতীয় পরিসংখ্যান (ওএনএস) দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাজ্যজুড়ে কভিড সংক্রমণ আবার বাড়ছে। দেশটির আনুমানিক ২৩ লাখ লোকের (প্রতি ৩০ জনে একজন) শরীরে করোনা ভাইরাস রয়েছে। এ সংক্রমণ আগের সপ্তাহের তুলনায় ৩২% বেশি।

করোনার ওমিক্রন ধরনের দুটি নতুন, দ্রুত ছড়াতে সক্ষম উপধরনের কারণে এই বৃদ্ধি দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

উপধরন দুটি হচ্ছে বিএ.৪ এবং বিএ.৫।  

কেউ আগে কভিড সংক্রমিত হয়ে থাকলেও আবার এ উপধরনে সংক্রমিত হতে পারে। তবে করোনা টিকা গুরুতর অসুস্থতা থেকে রক্ষা করতে সহায়তা করছে বলে জানা গেছে।

স্বাস্থ্য কর্মকর্তারা ৭৫ বছরের বেশি বয়সী যারা গত ছয় মাসে কোনো টিকা বা বুস্টার ডোজ নেননি তাদের টিকা নিতে অনুরোধ করেছেন।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান (ওএনএস) দপ্তরের কর্মকর্তা সারাহ ক্রফ্টস বলেছেন, ‘যুক্তরাজ্যজুড়ে আমরা ৫ লাখের বেশি নতুন সংক্রমণ দেখছি। সম্ভবত বিএ.৪ এবং বিএ.৫ উপধরনের বৃদ্ধির কারণে তা হচ্ছে। ’

যুক্তরাজ্যের অন্যতম বড় অংশ ইংল্যান্ডের পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে,দেশের সব অঞ্চলে এবং সব বয়সের মধ্যে সংক্রমণ বাড়ছে। সূত্র : বিবিসি।সাতদিনের সেরা