ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক এভ্রিল হাইনিস। ছবি: বিবিসি/গেটি ইমেজ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো ইউক্রেনের বেশির ভাগ অংশ দখল করতে চান। এমনটিই ধারণা মার্কিন গোয়েন্দা সংস্থার। মার্কিন কর্মকর্তাদের অনুমান, যুদ্ধে মস্কোর বাহিনী এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তারা কেবল ধীরে আঞ্চলিক অগ্রগতি অর্জন করতে পারবে। এর অর্থ এই যুদ্ধ দীর্ঘদিন চলতে পারে বলে জানান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক এভ্রিল হাইনিস।
বিজ্ঞাপন
মার্চ মাসে কিয়েভ এবং অন্য শহর দখলে ব্যর্থ হয়ে ইউক্রেনের দনবাস এলাকা দখলের দিকে ফের মনোযোগ দেয় মস্কো। যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা হাইনিস বলেন, পুতিনের এখনো একই লক্ষ্য রয়েছে, যা তিনি সংঘাতের শুরুতে রেখেছিলেন―ইউক্রেনের বেশির ভাগ অংশ দখল করা। তবে রাশিয়ার সেই লক্ষ্য শিগগিরই অর্জনের সম্ভাবনা কম বলে জানান তিনি।
বিবিসি বলছে, রুশ বাহিনী দনবাসে খানিক অগ্রগতি পেয়েছে। সম্প্রতি সেখানকার সেভেরোদনেৎস্ক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। কিন্তু অগ্রগতি ধীর হয়ে পড়েছে এবং ইউক্রেনীয় বাহিনী জোরালো প্রতিরোধ গড়ে তুলেছে।
সূত্র : বিবিসি