গোতাবায়া রাজাপক্ষে
শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের ক্ষমতা কমিয়ে পার্লামেন্টের ক্ষমতা বাড়ানোর জন্য সংবিধানের ২২তম সংশোধনীর খসড়া বিলে অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। মঙ্গলবার মন্ত্রিসভার মুখপাত্র বান্দুলা গুনাওয়ারদেনা এ তথ্য জানান।
২০২০ সালের নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ের পর শক্তিশালী রাজাপক্ষের পরিবার ২০তম সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্টকে একক আধিপত্য দেয়। পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ পদেও বসায়।
বিজ্ঞাপন
২২তম সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতা কমিয়ে আবারও পার্লামেন্টের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
শ্রীলঙ্কায় চলমান নজিরবিহীন অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি রাজনৈতিক সংকটের মধ্যেই এই সংশোধনী আনা হলো।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিলটি এখন প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে পার্লামেন্টে তোলা হবে।
সাংবাদিকদের গুনাওয়ারদেনা বলেন, সোমবারের মন্ত্রিসভার বৈঠকে এই সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে।
স্বাধীনতার পর থেকে প্রথমবার সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। এতে দেশটিতে খাদ্য, ওষুধ, রান্নার গ্যাস এবং জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে।
বর্তমানে জ্বালানি সংকট এতটাই তীব্র যে শুধু গণপরিবহন, চিকিৎসাসেবা এবং খাদ্যপণ্য পরিবহনের গাড়িকে তেল দেওয়া হচ্ছে।
গত সোমবার সরকারিভাবে বলা হয়েছে, আগামী ১১ জুলাই পর্যন্ত ব্যক্তিগত যানবাহনে পেট্রল ও ডিজেল দেওয়া বন্ধ থাকবে।
অর্থনৈতিক সংকট মোকাবেলায় দুর্বল ব্যবস্থাপনা এবং জবাবদিহির অভাবের অভিযোগে সারা দেশে বিক্ষোভ করছে শ্রীলঙ্কানরা। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবি করছে। সংবিধান সংশোধনীর মাধ্যমে ক্ষোভ প্রশমনের চেষ্টা করছেন গোতাবায়া রাজাপক্ষে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও বিবিসি