kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

যুক্তরাষ্ট্রে বাজির শব্দকে গুলি ভেবে হুড়াহুড়ি, পদপিষ্ট অনেকে

অনলাইন ডেস্ক   

২৮ জুন, ২০২২ ১৪:৪৮ | পড়া যাবে ২ মিনিটেযুক্তরাষ্ট্রে বাজির শব্দকে গুলি ভেবে হুড়াহুড়ি, পদপিষ্ট অনেকে

আতশবাজির শব্দকে বন্দুকের গুলির আওয়াজ ভেবে ভুল করায় হুড়াহুড়ি পড়ে যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানে রূপান্তরকামীদের জন্য আয়োজিত এক মিছিলে এ ঘটনা ঘটেছে।  

পুলিশ জানিয়েছে, গত রবিবারের এ ঘটনায় বেশ কয়েকজন পদপিষ্ট হয়েছে। যদিও গুরুতরভাবে জখম হয়নি কেউ।

বিজ্ঞাপন

সম্প্রতি দেশটিতে একের পর এক বন্দুক হামলার ঘটনার জেরে লোকজন রবিবারের ওই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যে টুইটে নিউ ইয়র্ক পুলিশ দপ্তরের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, ওয়াশিংটন স্কয়ার পার্কে কোনো গুলি চলেনি। তদন্তের পরে জানা গেছে, কিছু দূরে আতশবাজি ফাটানো হচ্ছিল, শব্দ সেখান থেকেই এসেছে।

গত রবিবার তপ্ত দুপুরে এলজিবিটিকিউআইএ+ সম্প্রদায়ের সমর্থনে লোয়ার ম্যানহাটনের রাস্তা দিয়ে এগিয়ে চলেছিল মিছিলটি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, ওয়াশিংটন স্কয়ার পার্কের কাছে আসতেই ওই বিকট শব্দটি শোনা যায়; যা গুলির আওয়াজ ভেবে ভুল করে প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে অনেকে।  

ওই সময় ধাক্কাধাক্কিতে পড়েও যায় বেশ কয়েকজন। যদিও রূপান্তরকামীদের জন্য আয়োজিত যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই ‘প্রাইড প্যারেডে’ কোনো রকম বড় ধরনের বিপদ হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : এনডিটিভিসাতদিনের সেরা