পূর্ব ইউক্রেনের ক্রেমেনচুক শহরের একটি জনবহুল শপিংমলে আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র। সোমবারের এই হামলায় অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘দখলকারীরা একটি শপিংমলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেখানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক ছিল।
বিজ্ঞাপন
এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন জেলেনস্কি। এতে দেখা যায়, শপিংমলটি আগুনের শিখায় আচ্ছন্ন। বেশ কয়েকজন উদ্ধারকর্মী ও অগ্নিনির্বাপক গাড়ি বাইরে দাঁড়ানো।
ইউক্রেনীয় প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ কিরিলো তিমোশেঙ্কো টেলিগ্রামে বলেন, ‘এখন পর্যন্ত ২০ জন হতাহতের খবর মিলেছে, তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। দুজনের মৃত্যু হয়েছে এবং উদ্ধারকাজ চলমান। ’
পোলতাভা অঞ্চলের গভর্নর দিমিত্রো লুনিন এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি একে ‘যুদ্ধাপরাধ’ এবং ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন। গভর্নর বলেন, এটা ‘বেসামরিক নাগরিকদের ওপর নিষ্ঠুর সন্ত্রাসী হামলা। ’ সূত্র : এএফপি