kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

কলম্বিয়ায় 'ষাঁড়ের সঙ্গে লড়াই' অনুষ্ঠান, স্টেডিয়াম ভেঙে নিহত চার

অনলাইন ডেস্ক   

২৭ জুন, ২০২২ ১৫:৩৯ | পড়া যাবে ১ মিনিটেকলম্বিয়ায় 'ষাঁড়ের সঙ্গে লড়াই' অনুষ্ঠান, স্টেডিয়াম ভেঙে নিহত চার

কলম্বিয়ায় ষাঁড়ের সঙ্গে লড়াইয়ের একটি অনুষ্ঠানে স্টেডিয়ামের গ্যালারি ভেঙে পড়েছে। বিবিসি জানিয়েছে, এ ঘটনায় অন্তত চার জন নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে।  

এ ঘটনার কিছু ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এক ভিডিওতে দেখা যায়, ষাঁড়ের সঙ্গে লড়াই চলার সময় দর্শক বোঝাই তিনতলা কাঠের কাঠামোটি ভেঙে পড়ে।

বিজ্ঞাপন

টলিমা এলাকার এল এসপিনাল স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াইয়ের সময় দুর্ঘটনাটি ঘটে।  ঐতিহ্যবাহী এই আয়োজনে ষাঁড়ের সঙ্গে লড়তে সাধারণ মানুষ রিংয়ে প্রবেশ করে।

দুর্ঘটনার পর এ ধরনের আয়োজন নিষিদ্ধ করার দাবি উঠেছে। টলিমার গভর্নর হোসে রিকার্ডো ওরোজকো বলেছেন, নিহতদের মধ্যে দুই নারী, এক পুরুষ এবং এক শিশু রয়েছে। অন্তত ৩০ জন মারাত্মকভাবে আহত হয়েছে। সেক্ষেত্রে নিহতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

'লড়াইয়ের' মাঠ থেকে একটি ষাঁড় পালিয়ে গেছে। এ নিয়ে শহরে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

সূত্র: বিবিসিসাতদিনের সেরা