kalerkantho

শুক্রবার । ১৯ আগস্ট ২০২২ । ৪ ভাদ্র ১৪২৯ । ২০ মহররম ১৪৪৪

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন পুতিন

অনলাইন ডেস্ক   

২৭ জুন, ২০২২ ১৩:০৩ | পড়া যাবে ১ মিনিটেইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন পুতিন

২০১৯ সালের ২১ আগস্ট এই বিমানে চড়েছিলেন পুতিন

ইউক্রেনে হামলা শুরুর পর প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহেই সাবেক দুই সোভিয়েত রাষ্ট্র তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে তার। স্থানীয় সময় রবিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে।  

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ আক্রমণে হাজার হাজার লোক নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বিজ্ঞাপন

এর জেরে পশ্চিমের কাছ থেকে কঠোর আর্থিক নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া।

চীন, ভারত এবং ইরানের মতো অন্যান্য শক্তির সঙ্গে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার কথা বলেছেন পুতিন। ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার পর পুতিন রাশিয়ার বাইরে যাননি।

ক্রেমলিন জানিয়েছে, তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিন। এর তুর্কমেনিস্তান সফরে যাবেন।

দুই দেশের সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাতের পর মস্কোয় ফিরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে পুতিনের।

সূত্র: ভয়েস অব আমেরিকা।সাতদিনের সেরা