kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

কানাডায় ৩০ হাজার বছর আগের ম্যামথের হিমায়িত বাচ্চা উদ্ধার

অনলাইন ডেস্ক   

২৬ জুন, ২০২২ ০৯:১১ | পড়া যাবে ১ মিনিটেকানাডায় ৩০ হাজার বছর আগের ম্যামথের হিমায়িত বাচ্চা উদ্ধার

কানাডার উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকা ইউকনে হিমায়িত অবস্থায় ম্যামথের মৃত বাচ্চা পাওয়া গেছে। উত্তর আমেরিকায় এ ধরনের আবিষ্কার এটিই প্রথম। হিমায়িত অবস্থায় পাওয়া ম্যামথের বাচ্চাটি অন্তত ৩০ হাজার বছর আগের বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ম্যামথ অনেকটাই হাতির মতো দেখতে।

বিজ্ঞাপন

এদের দাঁত লম্বা বাঁকানো এবং গায়ে বড় বড় লোম থাকে। গত মঙ্গলবার কানাডার ইউকনের ক্লনডিকে এলাকায় সোনার খনির শ্রমিকরা এটি খুঁজে পান।

ওই এলাকাটি ত্রোন্ডেক হওয়েচইন ফার্স্ট নেশনের অন্তর্গত। ইউকন প্রশাসন ম্যামথটিকে ২০০৭ সালে সাইবেরিয়ায় খুঁজে পাওয়া আরেকটি বাচ্চা ম্যামথের সঙ্গে মিলিয়ে দেখেছে।

অবশেষে প্রশাসনিকভাবে নিশ্চিত হওয়া গেছে, উত্তর আমেরিকায় পাওয়া প্রথম ম্যামথ এটি এবং বিশ্বে পাওয়া দ্বিতীয়টি। বিশেষজ্ঞদের ধারণ- এটি নারী প্রজাতির ম্যামথ। স্থানীয় ভাষায় এর নাম রাখা হয়েছে' নুন চো গা'। যার অর্থ বিশাল বাচ্চা প্রাণী।

ইউকন প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, সাইবেরিয়ায় পাওয়া ম্যামথের বাচ্চার আকারের মতোই এটি। তবে সাইবেরিয়ায় পাওয়া ম্যামথটি ৪২ হাজার বছর আগের।  
সূত্র : বিবিসি।সাতদিনের সেরা