দুবাইয়ে বসবাসরত ভারতীয় ইয়াশ মোরাদিয়া আধা ঘণ্টা ধরে একটি বিশেষ আসনে যোগব্যায়াম করে বিশ্বরেকর্ড গড়েছেন। এনডিটিভি জানিয়েছে, টানা ২৯ মিনিটের বেশি সময় তিনি হাতে ভর দিয়ে ছিলেন।
ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) মঙ্গলবার জানিয়েছে, ২১ বছর বয়সী ইয়াশ পেশায় যোগব্যায়ামের শিক্ষক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখানোর জন্য দুবাইয়ে তিনি একটি আসনে যোগব্যায়ামে অংশ নেন।
বিজ্ঞাপন
টানা ২৯ মিনিট ৪ সেকেন্ড এভাবে থেকে তিনি গিনেস বুকে নাম তুলেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, তার আগে আর কেউ এত দীর্ঘ সময় এভাবে থাকেনি। এর আগে এই আসনে যোগব্যায়াম করার রেকর্ড ছিল ৪ মিনিট ৪৭ সেকেন্ডের। বিশাল ব্যবধান তৈরি করে নিজের নাম অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ভারতীয় এই তরুণ।
জানা গেছে, মাত্র আট বছর বয়সে যোগব্যায়াম শুরু করেন ইয়াশ। যোগব্যায়ামের শিক্ষক হিসেবে ২০১৭ সালে আনুষ্ঠানিক সনদও পান তিনি।
সূত্র : এনডিটিভি।