মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছেন। তবে এ ঘটনায় তিনি আহত হননি। তার শারীরিক অবস্থা ভালো আছে। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
এএফপি জানিয়েছে, সপ্তাহান্তে ছুটির মেজাজে ছিলেন বাইডেন। মার্কিন ফার্স্ট লেডি ও স্ত্রী জিল বাইডেনের সঙ্গে ডেলাওয়্যারের নিজের বাড়ির কাছেই একটি সমুদ্রসৈকতের পাশে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন বাইডেন। সাইকেল চালানো শেষে তিনি পড়ে যান।
সাইকেল চালানোর সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজনের সঙ্গে কথা বলার জন্য থামেন বাইডেন। ওই সময় তিনি পড়ে যান। পড়ে গিয়ে বাইডেন বলেন, আমি ঠিক আছি।
হোয়াইট হাউস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কোনো মেডিকেল পরীক্ষার দরকার নেই প্রেসিডেন্ট বাইডেনের।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট