kalerkantho

শনিবার । ২৫ জুন ২০২২ । ১১ আষাঢ় ১৪২৯ । ২৪ জিলকদ ১৪৪৩

ইভিএম বাতিল করে বিল পাস করল পাকিস্তানের পার্লামেন্ট

অনলাইন ডেস্ক   

২৭ মে, ২০২২ ১৪:৪৯ | পড়া যাবে ১ মিনিটেইভিএম বাতিল করে বিল পাস করল পাকিস্তানের পার্লামেন্ট

ইভিএম-এ ভোট দিচ্ছেন এক নারী। পুরনো ছবি।

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ সে দেশের জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বাতিল করে বিল পাস করেছে। প্রবাসী পাকিস্তানিদের আই-ভোটিংও বাতিল করা হয়েছে।  

ডন নিউজ জানিয়েছে, দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) ক্ষমতা কমিয়ে আরেকটি বিল পাস হয়েছে।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার নির্বাচন (সংশোধন) বিল, ২০২২ ও এনএবি (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২১ জাতীয় পরিষদে উত্থাপন করে সরকারি দল।

বিজ্ঞাপন

অধিবেশনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও উপস্থিত ছিলেন।

জাতীয় পরিষদে বিল দুটি পাস হওয়ায় এখন অনুমোদনের জন্য পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। সিনেটে পাস হওয়ার পর বিল দুটি আইনে পরিণত হবে।
সূত্র : ডন নিউজ।সাতদিনের সেরা