সেনেগালের তিভাউয়ানে শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ জন নবজাতকের প্রাণহানি ঘটেছে। আরো তিন শিশুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শহরের মেয়র দেম্বা দিওপ জানান, স্থানীয় সময় গত বুধবার মামে আবদু আজিজ সাই দাবাখ হাসপাতালের প্রসূতি ইউনিটে আগুন ধরে যায়। খবর পেয়ে স্বজনরা হাসপাতালের সামনে ভিড় করেন।
বিজ্ঞাপন
হাসপাতালের বাইরে আবদু নামের এক তরুণ আহাজারি করছিলেন। তিনি বলেন, গত মাসে আমার ভাবী সন্তান জন্ম দেওয়ার পর মারা যান। সাত মাসেই শিশুটির জন্ম হওয়ায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দিতে হচ্ছিল। আর এখন আগুনে পুড়ে সেও মারা গেল।
মুস্তফা চিস নামে আরেকজন জানান, আগুন লাগার ঘটনায় তার তিন সপ্তাহের ভাতিজা মুহাম্মদ মারা গেছে। শিশুটির মা রামাতা গুয়েয়েও সন্তান জন্ম দেওয়ার পর মারা গেছেন।
তিনি আরো বলেন, তার ভাই-ভাবীর বিয়ের সাত বছর পর প্রথম সন্তান মুহাম্মদের জন্ম হয়েছিল। আগুন তার প্রাণ কেড়ে নিল।
এ ঘটনায় মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। ঘটনার পর সেনেগালের স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।
তিভাউয়ানে শহরের মেয়র বলেছেন, শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে।
সূত্র: সিএনএন।