ঘটনার সময় বাইরে অপেক্ষমান উদ্বিগ্ন স্বজন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা- ছবি: এএফপি
প্রত্যক্ষদর্শীরা যুক্তরাষ্ট্রের উভালডের রব প্রাইমারি স্কুলে গুলির ঘটনার সময় ভেতরে ঢুকে পড়ার জন্য পুলিশকে বারবার অনুরোধ করেছিল বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত একজন বলেছেন, তিনি হতাশ হয়ে নিজেই তা করার কথা পর্যন্ত ভেবেছিলেন।
টেক্সাসের কর্মকর্তারা বলেছেন, বন্দুকধারী সালভাদর রামোস নিজেই গুলিতে নিহত হওয়ার আগে এক ঘণ্টা পর্যন্ত উভালডে স্কুলের ভেতরে তৎপর ছিলেন। এ সময়ের মধ্যে তার গুলিতে ১৯টি শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক মারা যান।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী হুয়ান কারাঞ্জা বার্তা সংস্থা এপিকে বলেছেন, স্কুলের বাইরে থাকা কয়েকজন নারী চিৎকার করে পুলিশ সদস্যদের বলছিলেন ‘ভেতরে ঢুকে পড়ুন’। কিন্তু নিজের বাড়ির বাইরে থেকে স্কুলের ঘটনাটি দেখা ২৪ বছর বয়সী প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশ তখনো স্কুলের ভেতরে প্রবেশ করেনি।
হাভিয়ের কাজারেস নামের ওই ব্যক্তি এপিকে বলেছেন, তিনি অন্য কয়েকজন প্রত্যক্ষদর্শীকে একসঙ্গে দৌড়ে ভেতরে ঢোকার প্রস্তাব দিয়েছিলেন। কারণ পুলিশ ‘কিছুই করছিল না’। গুলির ঘটনায় কাজারেসের মেয়ের মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ বলেছে, বন্দুকধারী একটি শ্রেণিকক্ষে ঢুকে দরজা আটকে দিয়েছিল। এতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তার কাছে যেতে বেগ পান।
টেক্সাস জননিরাপত্তা দপ্তরের পরিচালক স্টিভেন ম্যাকক্র বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দুকধারী ৪০ মিনিট থেকে এক ঘণ্টা ঘটনাস্থলে ছিল। তারপর আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা তাকে ‘নিয়ন্ত্রণে আনতে’ সক্ষম হন।
এদিকে মার্কিন সীমান্ত টহল প্রধান রাউল অরটিজ সিএনএনকে বলেছেন, বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে গুলি করার ঘটনা মোকাবেলায় পাঠানো হয় এবং তারা ‘দ্বিধাদ্বন্দ্ব করেনি’। তিনি বলেন, ‘বাহিনীর সদস্যরা শ্রেণিকক্ষে প্রবেশ করে এবং যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতির মোকাবেলার ব্যবস্থা নেয়। ’
সূত্র : বিবিসি