kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

ঘরে ভালোবাসা পায়নি টেক্সাসের বন্দুকধারী তরুণ : প্রতিবেশী

অনলাইন ডেস্ক   

২৬ মে, ২০২২ ১২:৫৯ | পড়া যাবে ১ মিনিটেঘরে ভালোবাসা পায়নি টেক্সাসের বন্দুকধারী তরুণ : প্রতিবেশী

সালভাদোর রামোস

টেক্সাসের স্কুলে গুলিবর্ষণকারী তরুণ সালভাদোর রামোসের দীর্ঘ ১৭ বছরের প্রতিবেশীর সঙ্গে কথা বলেছে বিবিসির সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজ। রুবেন ফ্লোরেস (৪১) নামে ওই প্রতিবেশী বলেন, সালভাদোর রামোস পঞ্চম শ্রেণিতে পড়ার সময় থেকে তার ছেলের সঙ্গে খেলতে আসত।  

রুবেন ফ্লোরেস আরো বলেন, ‘ছেলেটা চুপচাপ ধরনের ছিল। আমি যতটা দেখেছিলাম, ওর মা কখনোই ছেলেকে সত্যিকারের ভালোবাসা দেখাননি।

বিজ্ঞাপন

ছেলেটার জীবনটা সম্ভবত ছিল কষ্টের। ' 

ফ্লোরেস জানান, ১৪/১৫ বছর বয়সে রামোস তার বাড়িতে আসা বন্ধ করে দেয়। তার আচরণ বদলে গিয়েছিল। ফ্লোরেসের মতে, সে সম্ভবত স্কুলে একা হয়ে গিয়েছিল।

ফ্লোরেস আরো বলেন, ‘ওর সঙ্গে কথা বলে তেমন সাড়া পেতাম না। মাঝে মাঝে সত্যিই হতাশ বলে মনে হতো ছেলেটাকে। '

ফ্লোরেস বলেন, ছেলেটি প্রায় দুই মাস আগে তার দাদির কাছে চলে যায়। তিনি জানান, ছেলেটির মায়ের মাদকের অভ্যাস ছিল, যার মাত্রা বেড়ে গিয়েছিল।  

সূত্র : বিবিসি।সাতদিনের সেরা