সংবাদ সম্মেলনে অঙ্গরাজ্যের গভর্নর ও জ্যেষ্ঠ কর্মকর্তারা। ছবি : বিবিসি
টেক্সাসের স্কুলে গুলির ঘটনার বিষয়ে অঙ্গরাজ্যটির কর্মকর্তারা বলেছেন, গুলি হামলা করা তরুণের মানসিক স্বাস্থ্যগত সমস্যা ছিল। তবে তারা ওই অঙ্গরাজ্যে অধিকতর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নাকচ করে দিয়েছেন।
বাংলাদেশ সময় বুধবার গভীর রাতে এক সংবাদ সম্মেলনে রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট ঘটনার বিশদ বিবরণ দেন। তিনি বলেন, রামোস হামলা শুরুর আগে ফেসবুকে তারা পরবর্তী কাজের ইঙ্গিত করে তিনটি পোস্ট দিয়েছিলেন।
বিজ্ঞাপন
গভর্নর হত্যাকারী সালভাদোর রামোসকে ‘সাক্ষাৎ অশুভ’ আখ্যা দিলেও বলেন তার কোনো অপরাধের রেকর্ড নেই। তিনি বলেন, ‘যে লোকই আরেকজনকে গুলি করে তার কোনো মানসিক সমস্যা আছে। কথা শেষ। ’
এ বছরই অনুষ্ঠেয় গভর্নর নির্বাচনে গ্রেগ অ্যাবটের প্রতিদ্বন্দ্বী বিটো ও’রুর্ক কঠোর অস্ত্র আইন প্রবর্তন না করায় সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের নিন্দা করলে নাটকীয়তার সৃষ্টি হয়।
আরো কয়েকজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে এই করুণ ঘটনা ও তার প্রভাব নিয়ে কথা বলেন। তারা জানান, আইন প্রয়োগকারী বাহিনীর দুজন সদস্যের প্রিয়জন এ ঘটনায় প্রাণ হারিয়েছে। সূত্র: বিবিসি