পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাবিয়েকি
সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ফসলকে বাকি বিশ্বকে ‘ব্ল্যাকমেইলের হাতিয়ার’ হিসাবে ব্যবহার করছেন।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাবিয়েকি বিবিসিকে বলেন, ‘স্টালিন ১৯৩৩ সালে এমনই করেছিলেন। ’
এক বিশদ সাক্ষাত্কারে, মোরাবিয়েকি সতর্ক করে দিয়ে আরো বলেন, উত্তর আয়ারল্যান্ডের জন্য ব্রেক্সিট চুক্তি নিয়ে যুক্তরাজ্য-ইইউ বাণিজ্য যুদ্ধে ‘শুধু পুতিনই খুশি’ হবেন।
বিশ্বের অন্যতম শস্যভাণ্ডার ইউক্রেন যুদ্ধের কারণে শস্য রপ্তানিতে অক্ষম হওয়ায় বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়েছে।
বিজ্ঞাপন
বিষয়টি ইউক্রেন থেকে খাদ্য আমদানির ওপর নির্ভরশীল দেশগুলোতে প্রকট খাদ্যাভাবের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী মোরাবিয়েকি বলেন, যে এটি (পুতিনের সাহেবের) কৌশলের অংশ যাতে উত্তর আফ্রিকায় প্রবল প্রভাব পড়ে আর বিশাল অভিবাসনের ঢেউ তৈরি হয়।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন পোলিশ প্রধানমন্ত্রীর সতর্কবার্তার প্রতিধ্বনি করেন। তিনি দাভোসে প্রতিনিধিদের বলেন, রাশিয়া ক্ষুধা এবং শস্যকে শক্তি প্রদর্শনের জন্য ব্যবহার করছে। সূত্র: বিবিসি