অ্যান্টনি আলবানিজি
কোয়াড দেশগুলোর নেতারা আজ মঙ্গলবার টোকিওতে বৈঠক করছেন। সাম্প্রতিক বছরগুলোতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকগুলোর মধ্যে একটি হিসেবে বর্ণনা করা হচ্ছে। যা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভূ-রাজনীতি এবং নিরাপত্তাকে প্রভাবিত করবে।
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজি বলেছেন, কোয়াডভুক্ত দেশগুলোর অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে চান তিনি।
বিজ্ঞাপন
জাপানের টোকিওতে কোয়াড সম্মেলনে অংশ নিয়ে যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের নেতাদের উদ্দেশে এসব কথা বলেন অ্যান্টনি আলবানিজি।
এর আগে গতকাল সোমবার অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন লেবার পার্টির এই নেতা। শপথ নেওয়ার পরের দিন জাপানের টোকিওতে কোয়াড নিরাপত্তা সম্মেলনে যোগ দিলেন তিনি।
অ্যান্টনি আলবানিজি বলেন, অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকা গড়ে তুলতে কোয়াড ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর গত রবিআর অ্যান্টনি আলবানিজি তাঁর দেশকে নতুন নির্দেশনায় চালানোর ইঙ্গিত দিয়েছেন। বিশেষ করে জলবায়ুনীতিতে বড় ধরনের পরিবর্তন আনার কথা বলেছেন তিনি।
ওই দিন তিনি বলেছেন, নবায়নযোগ্য শক্তির পরাশক্তি হয়ে উঠতে পারে অস্ট্রেলিয়া।
সূত্র : ইয়াহু নিউজ।