kalerkantho

সোমবার । ২৭ জুন ২০২২ । ১৩ আষাঢ় ১৪২৯ । ২৬ জিলকদ ১৪৪৩

শপথ নিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, যাচ্ছেন কোয়াড সম্মেলনে

অনলাইন ডেস্ক   

২৩ মে, ২০২২ ০৯:০৩ | পড়া যাবে ১ মিনিটেশপথ নিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, যাচ্ছেন কোয়াড সম্মেলনে

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজি শপথ নিয়েছেন। স্বল্প সময়ের মধ্যে তিনি কোয়াড সম্মেলনে যোগ দেওয়ার জন্য রওনা হবেন।

বিবিসি জানিয়েছে, আলবানিজি স্থানীয় সময় সোমবার কোয়াড সম্মেলনে যোগ দিতে টোকিওর পথে রওনা হবেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিজ্ঞাপন

চারজন মন্ত্রিসহ শপথ নিয়েছেন আলবানিজি। তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পেনি অং রয়েছেন। প্রধানমন্ত্রী আলবানিজির সঙ্গে কোয়াড সম্মেলনে যোগ দিতে তিনিও জাপান যাচ্ছেন।

এর আগে গত শনিবারের নির্বাচনে স্কট মরিসনকে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন আলবানিজি। তবে তাঁর দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা স্পষ্ট নয়।

ভোট গণনা এখনো চলছে এবং সংসদের ১৫১ সদস্যের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য আলবানিজির দল ৭৬টি আসন পেতে পারে কি না, তা স্পষ্ট নয়।

চূড়ান্ত ফলাফল অবশ্য কয়েক দিনেও জানা যাবে না। কারণ, নির্বাচনী কর্মকর্তারা প্রায় ৩০ লাখ পোস্টাল ভোট গণনা চালিয়ে যাচ্ছেন।
সূত্র: বিবিসি।সাতদিনের সেরা