kalerkantho

শনিবার । ২ জুলাই ২০২২ । ১৮ আষাঢ় ১৪২৯ । ২ জিলহজ ১৪৪৩

যুক্তরাষ্ট্র টিকা দিতে চায়, সাড়া দেয়নি উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক   

২২ মে, ২০২২ ০৯:২০ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্র টিকা দিতে চায়, সাড়া দেয়নি উত্তর কোরিয়া

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনাভাইরাসের টিকা দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাড়া দেয়নি উত্তর কোরিয়া।  

এদিকে করোনা মহামারি শুরুর দুই বছর পার হওয়ার পর আক্রান্তের কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া। সে দেশে প্রায় ২৫ লাখ মানুষ 'জ্বরের' উপসর্গে ভুগছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এমনকি দেশব্যাপী লকডাউনও জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিবিসি জানিয়েছে, এই মহামারিতে উত্তর কোরিয়ার অবস্থা বেশ নাজুক বলে মনে হয়। কারণ, সে দেশে করোনা পরীক্ষা এবং টিকা সরবরাহব্যবস্থা খুবই সামান্য।

মার্কিন প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ায় এক সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ায় টিকা দেওয়ার প্রস্তাব দেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যৌথ ওই সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আমরা শুধু উত্তর কোরিয়াকেই নয়, চীনকেও টিকা দেওয়ার প্রস্তাব দিচ্ছি। আমরা তা অবিলম্বে সরবরাহ করতে প্রস্তুত আছি। তবে আমরা কোনো সাড়া পাচ্ছি না।
সূত্র : বিবিসি।সাতদিনের সেরা