kalerkantho

শনিবার । ২৫ জুন ২০২২ । ১১ আষাঢ় ১৪২৯ । ২৪ জিলকদ ১৪৪৩

করোনা সহায়তা নিচ্ছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক   

২০ মে, ২০২২ ০৯:৫৫ | পড়া যাবে ১ মিনিটেকরোনা সহায়তা নিচ্ছে উত্তর কোরিয়া

চিকিৎসা সরঞ্জাম আনতে চীনে তিনটি বড় মালবাহী বিমান পাঠিয়েছে উত্তর কোরিয়া। করোনাভাইরাস মহামারিতে বিপর্যয় মোকাবেলায় উত্তর কোরিয়া এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।  

গত ১২ মে সে দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় পিয়ংইয়ং। সেখানে জ্বরে ভুগছে এমন মানুষের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা ৬৩-তে ঠেকেছে।

বিজ্ঞাপন

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম নির্দিষ্ট করে কোনো সংখ্যা না জানালেও বিশেষজ্ঞরা বলেছেন, ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা নিয়ে করোনা শনাক্ত ও এর চিকিৎসা নিয়ে দেশটিকে অনেক ভুগতে হবে।  

করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে গত দুই বছর একেবারে বিচ্ছিন্ন রয়েছে দেশটি।  
সূত্র : এএফপি।সাতদিনের সেরা