ফাইল ছবি, আনন্দবাজার পত্রিকা।
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরায় শ্রীকৃষ্ণের কথিত জন্মভূমিতে নির্মিত মসজিদ অপসারণের আবেদন শুনানিতে আজ বৃহস্পতিবার রাজি হয়েছেন রাজ্যের একটি আদালত। বারাণসীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে দ্বন্দ্বের পর এবার শাহি মসজিদ নিয়েও বিরোধ সৃষ্টি হয়েছে। মামলায় সতের শতকে নির্মিত কাটরা কেশব দেবের মন্দিরের সীমানা থেকে শাহি ঈদগাহ মসজিদ অপসারণের দাবি করা হয়।
কট্টর হিন্দুত্ববাদীরা বলছে, মসজিদটি শ্রীকৃষ্ণের জন্মের স্থানে গড়ে তোলা হয়েছিল।
বিজ্ঞাপন
২০২০ সালে মথুরার আদালতে ছয় জন কৃষ্ণভক্তের পক্ষে লখনৌয়ের বাসিন্দা রঞ্জনা অগ্নিহোত্রী নামের একজন শ্রীকৃষ্ণের কথিত জন্মস্থানের ১৩.৩৭ একর ভূমির ওপর অধিকার প্রতিষ্ঠা এবং সেখানে অবস্থিত শাহি ঈদগাহ মসজিদ সরানোর আবেদন জানান। সেই আবেদন নিম্ন আদালত খারিজ করে দেওয়ার পরে জেলা বিচারকের কাছে পুনর্বিবেচনার আবেদন জানানো হয়। সেই আবেদন শুনতে রাজি হয়েছেন আদালত।
আবেদনকারীদের আইনজীবী গোপাল খান্ডেলওয়াল বলেন, ‘কৃষ্ণের উপাসক হিসেবে কেউ তার সম্পত্তিতে অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানানোর করতে পারে। মসজিদটি কৃষ্ণ জন্মভূমিতে ভুলক্রমে নির্মিত হয়েছিল। ’
সম্পত্তি ভাগাভাগি নিয়ে কয়েক বছর আগে সমঝোতা হওয়ার কথা উল্লেখ করে আবেদনকারীদের আইনজীবী গোপাল খান্ডেলওয়াল দাবি করেন, সেই সমঝোতা অবৈধ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি