এসএসসি দুর্নীতি মামলায় ভারতের পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দপ্তরে হাজির হতে বলেছেন কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশ- সন্ধ্যা ৬টার মধ্যে না পৌঁছলে পার্থকে হেফাজতে নিতে পারবে সিবিআই।
সুপারিশ কমিটির পাঁচ সদস্যকে আজ বিকেল ৪টার মধ্যে যেতে হবে বলে জানিয়েছে সিবিআই দপ্তর। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় জানিয়েছেন, তিনি আশা করছেন- মন্ত্রী পদ থেকে সরে দাঁড়াবেন পার্থ।
বিজ্ঞাপন
একই সঙ্গে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পার্থকে পদ থেকে সরানোর আবেদনও জানিয়েছেন বিচারপতি অভিজিৎ।
তার মন্তব্য, স্বচ্ছ সমাজ গঠনে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। সে কথা মাথায় রেখেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।
সূত্র : আনন্দবাজার।