kalerkantho

মঙ্গলবার ।  ১৭ মে ২০২২ । ৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৫ শাওয়াল ১৪৪৩  

ইউক্রেনে রুশ আগ্রাসন, যা বললেন চীনের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক   

১০ মে, ২০২২ ০৮:৩৪ | পড়া যাবে ১ মিনিটেইউক্রেনে রুশ আগ্রাসন, যা বললেন চীনের প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বলেছেন, ইউক্রেনের যুদ্ধ যেন 'অনিয়ন্ত্রিত পরিস্থিতিতে' চলে না যায়, সে জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত।

শি চিনপিংকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, সেখানকার (ইউক্রেনে) সংঘর্ষকে প্রসারিত বা তীব্র হতে দেওয়া উচিত নয়।

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সঙ্গে ভিডিও কলে কথাও বলেছেন শি চিনপিং। পরে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে একটি সংবাদ সম্মেলন করেছেন শোলৎজ।

বিজ্ঞাপন

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকেই কোনো পক্ষ না নেওয়ার চেষ্টা করছে চীন। সংকটের শান্তিপূর্ণ সমাধানের কথা বললেও বরাবরের মতো এবারও রাশিয়ার সমালোচনা করা থেকে বিরত থাকল বেইজিং।
সূত্র : বিবিসি।সাতদিনের সেরা