পোল্যান্ড সীমান্তে রাশিয়া ও বেলারুশের ট্রাক-লরির প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভূখণ্ড ছাড়তে পোল্যান্ড সীমান্তে রাশিয়া ও বেলারুশের ট্রাক-লরির প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। নিষেধাজ্ঞার অংশ হিসেবে শনিবারের মধ্যে ইইউভুক্ত দেশগুলোর ভূখণ্ড ছাড়তে রাশিয়া ও বেলারুশের ট্রাক-লরি চালকদের নির্দেশ দেওয়া হয়। এরপর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, পোল্যান্ড-বেলারুশ সীমান্তে ট্রাক ও লরির প্রায় ৮০ কিলোমিটার (৬০ মাইল) দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
ইউক্রেন যুদ্ধ ঘিরে নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়া ও তার মিত্র দেশ বেলারুশের ট্রাক ও লরির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। তবে ওষুধ, ডাক ও পেট্রোলিয়ামজাতীয় পদার্থবাহী ট্রাক ও লরি এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে।
পোল্যান্ড ইইউ সদস্যরাষ্ট্র। পোল্যান্ড হয়ে এসব ট্রাক-লরি বেলারুশে ঢুকছে।
নিষেধাজ্ঞা দিলেও আলটিমেটাম পেরিয়ে গেলে কী ব্যবস্থা নেওয়া হবে তা উল্লেখ করেনি ইইউ।
সীমান্তে আটকে থাকা বেলারুশের একজন ট্রাকচালক বলেন, আলটিমেটাম শেষ হওয়ার সময় এগিয়ে আসছে। কিন্তু তাঁকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। এই পরিস্থিতিতে আলটিমেটাম মানাটা বাস্তবে সম্ভব নয়।