দেশের জনগণকে বিক্ষোভ থামানোর আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। সে দেশে অস্থিরতার মধ্যে গতকাল সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানান।
টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে মাহিন্দা বলেছেন, 'আপনারা রাস্তায় যত বিক্ষোভ করবেন, ডলার সংস্থানের ক্ষেত্রে আমাদের তত ক্ষতি হবে। '
দ্রব্যমূল্য আকাশচুম্বী হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
গোতাবায়ার ভাই প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা মাহিন্দা বিক্ষোভরতদের উদ্দেশে বলেন, 'আপনার যে সংস্কারের দাবি করছেন, তা করা এখন প্রথম কাজ নয়। প্রথম কাজটি হলো এই সংকট সামাল দেওয়া। '
তিনি আরো বলেন, 'করোনাভাইরাস মহামারির পরপরই এ পরিস্থিতির মুখে পড়েছি আমরা। অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে, সেটা জানার পরও আমরা লকডাউন দিয়েছিলাম। সে কারণেই আমাদের বিদেশি মুদ্রার রিজার্ভে পতন ঘটেছে। '
তিনি আরো বলেছেন, তার ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া এবং তিনি নিজে প্রতিটি মুহূর্ত সংকট উত্তরণের পথ খোঁজার চেষ্টায় ব্যয় করছেন। এই সংকটের সমাধান এক-দুই দিনে হবে না বলে জানিয়ে দেশের মানুষদের ধৈর্য ধরতে বলেছেন তিনি।
সূত্র : এনডিটিভি।