ফাইল ছবি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির পূর্বাঞ্চলের সামরিক পরিস্থিতি 'অত্যন্ত কঠিন'। আজ শনিবার সকালে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি বলেন, রাশিয়া পূর্বের দনবাস অঞ্চলে এবং খারকিভ শহরে জড়ো হচ্ছে এবং ‘নতুন শক্তিশালী আঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে’।
ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার দখল করা শহরগুলোতে বসানো রুশপন্থী নেতাদের জন্য হুঁশিয়ার করে দিয়ে বলেন, তারা বেশি দিন টিকে থাকবে না।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেন, ‘সামনে কঠিন যুদ্ধ রয়েছে।
বিজ্ঞাপন
জেলেনস্কি রুশ দখলদারদের সহযোগিতা করা ইউক্রেনীয়দের সাবধান করে দিয়ে বলেন, রাশিয়ার বসানো নেতাদের সঙ্গে কোনো সহযোগিতা করলে পরিণতি ভালো হবে না। ‘এটি চূড়ান্ত সতর্কতা’, বলেন জেলেনস্কি।
সূত্র : বিবিসি