মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন
ইউক্রেনকে ন্যাটো জোট থেকে বাদ দেওয়ার ব্যাপারে রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া তার প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণ চালানোর শঙ্কার মধ্যে মস্কোর দাবি প্রত্যাখ্যান করা হলো।
ইউক্রেন সংকট সমাধানে রাশিয়ার দাবির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
ব্লিঙ্কেন কোনো ছাড় দেননি।
বিজ্ঞাপন
রাশিয়ার একজন মন্ত্রী বলেছেন, ন্যাটো ইস্যুতে ব্লিঙ্কেন যে প্রতিক্রিয়া দিয়েছেন, তা বিশ্লেষণ করে দেখা হবে।
ন্যাটো সামরিক জোট সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রাশিয়া তাদের উদ্বেগের একটি লিখিত তালিকা প্রকাশ করেছে।
সেই তালিকায় রাশিয়ার দাবি ছিল, ইউক্রেন এবং অন্যদের যেন ন্যাটো জোটে যোগদানের সম্ভাবনা না থাকে।
গত কয়েক সপ্তাহে ইউক্রেন সীমান্তে বিশালসংখ্যক সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। সীমান্তে রাশিয়ার সৈন্য জমায়েতকে পশ্চিমা কিছু দেশ সম্ভাব্য আক্রমণের প্রস্তুতি হিসেবে দেখছে। যদিও রাশিয়া বরাবরই সেই দাবি নাকচ করে দিয়ে আসছে।
সূত্র : বিবিসি।