উদ্ধার করা কিছু গয়না দেখছেন থাই পুলিশের কর্মকর্তারা। ছবি: খাওসদ
তিন দশকের বেশি সময়ের শীতল সম্পর্কের পর সৌদি আরব ও থাইল্যান্ড আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। গত মঙ্গলবার দেশ দুটি যৌথ বিবৃতিতে পরিপূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার কথা ঘোষণা করেছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা বর্তমানে এক সফরে রিয়াদে অবস্থান করছেন।
সৌদি রাজপ্রাসাদের প্রহরী থাই বংশোদ্ভূত ক্রিঅ্যাংক্রাই টেকঅ্যামং ১৯৮৯ সালে এক সৌদি প্রিন্সের বাড়ি থেকে দুই কোটি ডলার দামের মূল্যবান রত্ন চুরি করার পর সৌদি আরব ও থাইল্যান্ডের মধ্যে বিবাদ শুরু হয়।
বিজ্ঞাপন
থাই প্রধানমন্ত্রী ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন ধাপে পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার দীর্ঘমেয়াদি প্রচেষ্টার ফলাফল হলো এই ঐতিহাসিক পদক্ষেপ।
আগামী মে মাস থেকে সৌদি এয়ারলাইন্স থাইল্যান্ডে ফ্লাইট চালু করবে। সূত্র: এএফপি