ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আজ মঙ্গলবার নতুন অভিযোগের মুখোমুখি হয়েছেন। ডাউনিং স্ট্রিটে জন্মদিনের পার্টিতে যোগ দিয়ে করোনাভাইরাস মহামারিতে লকডাউন নিয়ম ভঙ্গ করেছেন তিনি; অথচ তখন বাড়ির ভিতরে সামাজিক জমায়েত নিষিদ্ধ করা হয়েছিল।
ব্রিটেনের ইতিহাসে ৩০ বছরের মধ্যে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০১৯ সালে ক্ষমতায় আসেন বরিস জনসন। তিনি এবং তার কর্মীরা শতাব্দীর সবচেয়ে খারাপ মহামারি চলা অবস্থায় লকডাউনের মধ্যেই ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে নিয়ম ভঙ্গ করেছেন।
বিজ্ঞাপন
ডাউনিং স্ট্রিটে মদ্যপানের আয়োজন, ওয়াইনের স্যুটকেস, মাদক রাখার ফ্রিজ এবং সাংবাদিকদের কাছে কিভাবে এ জাতীয় পার্টিগুলো উপস্থাপন করা যায় সে সম্পর্কে কর্মীদের দ্বারা রসিকতাসহ বেশ কিছু কারণে বরিস জনসনের গ্রহণযোগ্যতার রেটিং ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯ জুন জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছিলেন বরিস জনসন। ডাউনিং স্ট্রিটের ওই আয়োজনে ৩০ জনের বেশি মানুষ যোগ দিয়েছিল।
জনসনের পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছেন, 'তিনি এ ধরনের রিপোর্ট সম্পর্কে ভোটারদের উদ্বেগ বুঝতে পারছেন; কিন্তু জনসন স্পষ্টত জন্মদিনের কেক দেওয়ার আয়োজন করেননি। '
তিনি আরও বলেন, 'আমরা সংবাদপত্রে যে ধরনের প্রতিবেদন দেখি, সে সম্পর্কে উদ্বেগের অনুভূতি আমি বুঝি। ভুল করা হয়েছে বলেও মনে করেন তিনি। '
তিনি আরও বলেন, 'শুধু পরিষ্কারভাবে বলতে গেলে, প্রধানমন্ত্রী আসলেই কেক দেওয়ার আয়োজন করেননি; কিছু লোক এগিয়ে এসে ভাবল যে, তার (বরিস জনসন) জন্মদিনে কেক দেওয়াটা যৌক্তিক হবে। '
সূত্র: এনডিটিভি।