প্রতীকী ছবি
ভারতে প্রায় প্রতিদিনই করোনাভাইরাস সংক্রমণের নতুন রেকর্ড হচ্ছে। সে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৪৭ হাজার ২৫৪ জন।
দেশটিতে নমুনা পরীক্ষা করে করোনা শনাক্তের হার ১৭। ৯৪ শতাংশ।
বিজ্ঞাপন
একই সময়ে সুস্থ হয়েছেন দুই লাখ ৫১ হাজার ৭৭৭ জন। আজ শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গত ১৯ জানুয়ারি ভারতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল তিন লাখ ১৭ হাজার ৫৩২ জন। তার আগের দিন শনাক্তের সংখ্যা ছিল দুই লাখ ৮২ হাজার ৯৭০ জন।
ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৮৫ লাখ ৬৬ হাজার ২৭ জন এবং মারা গেছে চার লাখ ৮৮ হাজার ৪২২ জন। তবে এ পর্যন্ত তিন কোটি ৬০ লাখ ৫৮ হাজার ৮০৬ জন সুস্থ হয়েছে। বিশ্বে করোনা সংক্রমণের হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার