ভারতের ব্যাঙ্গালুরুতে দুটি বিমান অল্পের জন্য সংঘর্ষ থেকে বেঁচে গেল সম্প্রতি। ইন্ডিগো এয়ারলাইন্সের দুটি বিমানকে একইসঙ্গে ওড়ার অনুমতি দেওয়ায় এ বিপদজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ঘটনাটি গত ৭ জানুয়ারির।
ব্যাঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি সমান্তরাল রানওয়ে থেকে বিমান দুটি পরপর একই দিকে উড্ডয়ন করে।
বিজ্ঞাপন
ঘটনাটির এখানেই শেষ হয়নি। কারণ, স্থানীয় কর্তৃপক্ষ শাস্তির ভয়ে এটি উর্ধতন কর্তৃপক্ষের কাছে না জানিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এখন এ নিয়ে তদন্তের কথা উঠেছে।
জানা গেছে, বিমানবন্দরটিতে দুটি সমান্তরাল রানওয়ের মধ্যে একইসঙ্গে ফ্লাইট দুটি উড্ডয়ন বা অবতরণের মতো নিরাপদ দূরত্ব নেই। এ কারণে সেখানে উড্ডয়ন বা অবতরণের জন্য নির্দিষ্ট সময়ের ব্যবধান রাখতে হয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া