ভারতের পাঞ্জাবে বিধানসভা ভোটের তারিখ আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ২০ ফেব্রুয়ারি করা হয়েছে।
সোমবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক শেষে জানানো হয়, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়া শুরু হবে পাঞ্জাবে। ১ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে হবে। সংশোধনীর তারিখ ২ ফেব্রুয়ারি।
বিজ্ঞাপন
গত রবিবার নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি বলেন, ভোট পিছিয়ে দেওয়া হোক। ১৬ ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্মবার্ষিকী। ওই অনুষ্ঠানে তফসিলি শ্রেণির বাসিন্দারা উত্তর প্রদেশের বেনারসে যান প্রতিবছর। এবারেও তেমনটাই পরিকল্পনা রয়েছে অনেকের। তিনি জানান, তফসিলি শ্রেণির বেশির ভাগ (২০ লাখের কাছাকাছি) ওই উৎসবের সময় বেনারসে যায়। এ বছরও ১০ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ওই সফর করার কথা অনেকের।
অরবিন্দ কেজরিওয়ালের এএপির তরফ থেকেও পাঞ্জাবের ভোট পেছানোর আরজি জানানো হয়েছিল। চান্নির পর পাঞ্জাব বিজেপিও একই আবেদন জানায়। এসবের পরিপ্রেক্ষিতে পাঞ্জাবে ভোটের তারিখ পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশন।
বরখাস্ত বিজেপি মন্ত্রী কংগ্রেসে : দলবিরোধী কার্যকলাপের অভিযোগে গত রবিবার রাতে উত্তরাখণ্ডের প্রভাবশালী বিজেপি মন্ত্রী হরক সিংহ রাওয়াতকে বরখাস্ত করেন মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামী। হরক জানান, তিনি কংগ্রেসে যোগ দেবেন। পাশাপাশি তাঁর মন্তব্য, উত্তরাখণ্ডের মানুষ বিজেপির অপশাসন থেকে মুক্তি চাইছেন। বিধানসভা ভোটে বিজেপির পরাজয় নিশ্চিত।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি