kalerkantho

মঙ্গলবার । ১১ মাঘ ১৪২৮। ২৫ জানুয়ারি ২০২২। ২১ জমাদিউস সানি ১৪৪৩

যুক্তরাষ্ট্রে সংক্রমণে ওমিক্রন আধিপত্য, প্রথম একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক   

২১ ডিসেম্বর, ২০২১ ১২:০৮ | পড়া যাবে ২ মিনিটেযুক্তরাষ্ট্রে সংক্রমণে ওমিক্রন আধিপত্য, প্রথম একজনের মৃত্যু

করোনাভাইরাসের ওমিক্রন ধরনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। ওমিক্রন আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এটিই প্রথম কোনো মৃত্যুর ঘটনা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের হ্যারিস কাউন্টিতে ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম প্রাণহানির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

 

জানা গেছে, ওমিক্রনে মৃত ওই ব্যক্তি করোনাভাইরাসের টিকা নেননি। হ্যারিস কাউন্টির স্বাস্থ্য দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৬০ বছরের কম। করোনা টিকা নেননি তিনি। ওমিক্রন আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তিনি মারা যান।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে নতুন করে যারা করোনায় আক্রান্ত হচ্ছে, তাদের মধ্যে ৭৩ শতাংশের বেশি মানুষ ওমিক্রন শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, শনিবার পর্যন্ত গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তদের মধ্যে ৭৩ দশমিক ২ শতাংশই ওমিক্রন আক্রান্ত।  

সংক্রমণের হার সবচেয়ে বৃদ্ধি পেয়েছে উত্তর-পূর্ব, দক্ষিণ ও মধ্য-পশ্চিম অঞ্চলেই। যুক্তরাষ্ট্রের নতুন সংক্রমণের ৯০ শতাংশই যুক্তরাষ্ট্রের এই অংশগুলো থেকে হচ্ছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে ওমিক্রন। নতুন এই ধরনে করোনার ‍দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাও আক্রান্ত হচ্ছেন। এমনকি যারা করোনা থেকে সুস্থ হয়েছেন তারাও আক্রান্ত হচ্ছেন ওমিক্রনে।

সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি বলেন, ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় উল্লেখযোগ্যভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। এর ধারাবাহিক প্রমাণ রয়েছে।
সূত্র : আলজাজিরা, এনডিটিভি।সাতদিনের সেরা