kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

ওমিক্রন আতঙ্কে বন্ধ হলো সিকিমের দুয়ার

অনলাইন ডেস্ক   

২ ডিসেম্বর, ২০২১ ১০:৪৪ | পড়া যাবে ১ মিনিটেওমিক্রন আতঙ্কে বন্ধ হলো সিকিমের দুয়ার

ওমিক্রন আতঙ্কে বুধবার থেকে সিকিমে বিদেশি পর্যটকদের প্রবেশ বন্ধে নির্দেশ জারি করা হয়েছে। রাজ্যের কোথাও বিদেশিদের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে সিকিম সরকার। সিকিমের স্বরাষ্ট্র দপ্তরের তরফে ওই নির্দেশ জারি হয়েছে।

সিকিম সরকারের এক সচিব জানিয়েছেন, সিকিমে প্রচুর বিদেশি পর্যটক আসেন।

বিজ্ঞাপন

তাই আগাম সতর্কতা হিসেবে নতুন ব্যবস্থা নেওয়া হলো।

সরকারি সূত্রের খবর অনুযায়ী, ২০২০ সালের ৫ মার্চ করোনা সংক্রমণের প্রাথমিক ধাপেই বিদেশিদের জন্য দুয়ার বন্ধ করেছিল সিকিম। সেই সময় সমালোচনার মুখে পড়তে হয় সিকিমকে। ওই বছরের ১৭ মার্চের পর থেকে পুরোপুরিভাবে সিকিমে দেশি-বিদেশি পর্যটকের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ জারি করা হয়। আবার এক দফা বিদেশিদের জন্য বন্ধ হলো সিকিম।

চলতি বছরের প্রথম দিকের পর থেকে করোনা সংক্রমণের হার বেড়েছে সিকিমজুড়ে। এ জন্য পর্যটন, পরিযায়ী শ্রমিক এবং কর্মসূত্রে সিকিমে থাকাদের বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

ভারতসহ বিদেশেও সিকিম বরাবর জনপ্রিয়। বছরের প্রতিটি মৌসুমে সেখানে ভিড় জমায় পর্যটকরা।  কিন্তু করোনার সংক্রমণ সব চিত্র পাল্টে দিয়েছে।

 সাতদিনের সেরা