kalerkantho

মঙ্গলবার । ৪ মাঘ ১৪২৮। ১৮ জানুয়ারি ২০২২। ১৪ জমাদিউস সানি ১৪৪৩

প্রথম ওমিক্রন শনাক্ত যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক   

২ ডিসেম্বর, ২০২১ ০৯:২৮ | পড়া যাবে ১ মিনিটেপ্রথম ওমিক্রন শনাক্ত যুক্তরাষ্ট্রে

এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দক্ষিণ আফ্রিকা ফেরত একজনের শরীরের করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। যুক্তরাষ্ট্রের এই স্বাস্থ্য কর্মকর্তা বুধবার এ বিষয়ে নিশ্চিত করেছেন।

এই ব্যক্তি ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং সোমবার ২৯ নভেম্বর তার করোনা পজিটিভ আসে। ড. অ্যান্থনি ফাউসি জানান, তার করোনার লক্ষণ ছিল মৃদু, তিনি নিজেই কোয়ারেন্টিনে চলে গেছেন। তার সংস্পর্শে যারা এসেছিল, তাদের করোনা টেস্ট করা হয়েছে এবং ফলাফল নেগেটিভ এসেছে। ফাউসি বলেন, ওই ব্যক্তির করোনার দুটো টিকা নেওয়া ছিল, তবে তিনি এখনো বুস্টার ডোজ নেননি।

এদিকে ওমিক্রন নিয়ে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “ওমিক্রন কোনো আতঙ্কের কারণ নয়, বরং ওমিক্রন প্রতিরোধ করতে দরকার সচেতনতা।  আমাদের এই নতুন হুমকির মুখোমুখি হতে হবে, যেমনটি আমরা এর আগেও করে এসেছি।”

অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রনকে আনুষ্ঠানিকভাবে 'উদ্বেগজনক ভেরিয়েন্ট' হিসেবে ঘোষণা দিয়েছে ডাব্লিউএইচও।

সূত্র : সিএনএন।সাতদিনের সেরা