kalerkantho

মঙ্গলবার । ৪ মাঘ ১৪২৮। ১৮ জানুয়ারি ২০২২। ১৪ জমাদিউস সানি ১৪৪৩

সিঙ্গাপুর এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল শহর

অনলাইন ডেস্ক   

১ ডিসেম্বর, ২০২১ ১২:৩৮ | পড়া যাবে ১ মিনিটেসিঙ্গাপুর এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল শহর

বিশ্বে ব্যয়বহুল শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে সিঙ্গাপুর। ৫০ লাখ মানুষের বসবাসের সিঙ্গাপুর চার নম্বর থেকে এ বছর দুইয়ে উঠে এসেছে। ইকোনমিস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুধবার প্রকাশিত সংবাদপত্রের গবেষণার ফল অনুসারে, ইসরায়েলের রাজধানী তেলআবিব বিশ্বব্যাপী জীবনযাত্রার খরচের শীর্ষে রয়েছে।

তালিকায় তেলআবিব, সিঙ্গাপুরের পর যথাক্রমে রয়েছে জুরিখ, হংকং, নিউ ইয়র্ক, জেনেভা, কোপেনহেগেন, লস অ্যাঞ্জেলেস এবং ওসাকা।

গত বছর করোনাভাইরাস মহামারি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া শুরু হলে সিঙ্গাপুরে জীবনযাপনের খরচ বাড়তে থাকে। ২০১৯ সালে ২.৮ শতাংশ খরচ বেড়েছিল। পরের বছর খরচ বাড়ে ১.৯ শতাংশ এবং এ বছর খরচ আরো বেড়ে হয়েছে ৩.৫ শতাংশ।

দুই শতাধিক রকমের জিনিসপত্রের মূল্য বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে। পণ্যগুলোর দাম মার্কিন ডলারে রূপান্তর করে হিসাব করা হয়েছে।

সমীক্ষায় দেখা গেছে, তেলআবিবে জিনিসপত্রের দাম ব্যাপক হারে বেড়ে গেছে। তবে দামেস্ক এবং ত্রিপলিতে জীবনযাপনের খরচ সবচেয়ে কম।
সূত্র : কোকোনোটস সিঙ্গাপুর।সাতদিনের সেরা