kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

ওমিক্রন নিয়ে শান্ত থেকে যৌক্তিক ব্যবস্থা নিতে হবে : ডাব্লিউএইচও

কালের কণ্ঠ ডেস্ক   

১ ডিসেম্বর, ২০২১ ০৯:৫০ | পড়া যাবে ১ মিনিটেওমিক্রন নিয়ে শান্ত থেকে যৌক্তিক ব্যবস্থা নিতে হবে : ডাব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) গতকাল মঙ্গলবার দেশগুলোর প্রতি ওমিক্রন করোনাভাইরাসের বিষয়ে ‘শান্ত’ থেকে ‘যৌক্তিক’ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে ইউরোপের অন্যতম নেতৃস্থানীয় দেশ জার্মানির হবু চ্যান্সেলর বাধ্যতামূলক টিকাদানের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।

এক সপ্তাহেরও কম সময় আগে দক্ষিণ আফ্রিকায় ডাব্লিউএইচও কর্তৃপক্ষের কাছে সে দেশে করোনার নতুন অতিসংক্রামক ওমিক্রন ধরন পাওয়ার কথা জানানো হয়।

এরই মধ্যে তা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

উদ্বিগ্ন বিভিন্ন দেশ এ জন্য দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সীমান্ত বন্ধ না করার জন্য ডাব্লিউএইচওর আহ্বান সত্ত্বেও তা করা হচ্ছে।

ডাব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস বলেন, ‘সবাইকে যৌক্তিক ও আনুপাতিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

সূত্র : এএফপি।সাতদিনের সেরা