kalerkantho

মঙ্গলবার । ১১ মাঘ ১৪২৮। ২৫ জানুয়ারি ২০২২। ২১ জমাদিউস সানি ১৪৪৩

করোনার খবরে 'ওমিক্রন' টোকেনের দাম এক লাফে বাড়ল ১০ গুণ

অনলাইন ডেস্ক   

৩০ নভেম্বর, ২০২১ ১৭:১৩ | পড়া যাবে ১ মিনিটেকরোনার খবরে 'ওমিক্রন' টোকেনের দাম এক লাফে বাড়ল ১০ গুণ

ওমিক্রন (ওএমআইসি) ক্রিপটো টোকেনের দাম গত চার দিনে প্রায় ১০ গুণ বেড়েছে। ২৯ নভেম্বর সোমবার বিকল্প মুদ্রার (altcoin) মূল্য সর্বকালের একটি নতুন সর্বোচ্চ ছুঁয়েছে। যা ৬৮৯ ডলারের ওপরে বেড়েছে। ৩০ নভেম্বর ওএমআইসির 'কয়েনগেকো'র মূল্য ২১০ ডলারে নেমে এসেছে।

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) দক্ষিণ আফ্রিকা থেকে করোনাভাইরাসের একটি নতুন স্ট্রেইন ঘোষণা করার পর এবং এটিকে 'ওমিক্রন' নাম দেওয়ার পরে ক্রিপ্টোকারেন্সি দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে।

করোনাভাইরাসের নতুন স্ট্রেইনটি আগের ভেরিয়েন্টগুলোর তুলনায় দ্রুত ছড়িয়ে পড়ছে।
সূত্র : কয়েন টপ সিক্রেটসাতদিনের সেরা