kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

টিকা নিয়েও কর্ণাটকের মেডিক্যাল কলেজে করোনায় আক্রান্ত ১৬৬

অনলাইন ডেস্ক   

২৬ নভেম্বর, ২০২১ ১৫:৩৬ | পড়া যাবে ২ মিনিটেটিকা নিয়েও কর্ণাটকের মেডিক্যাল কলেজে করোনায় আক্রান্ত ১৬৬

ভারতের কর্ণাটকের একটি মেডিক্যাল কলেজ থেকে নতুন করে করোনা ছড়িয়েছে। কলেজটির নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অনেকেই। তাদের মধ্য থেকেই এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১৮২। এক দিন আগে এ সংখ্যা ছিল ৬৬।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের করোনা পজিটিভ এসেছে তাদের প্রত্যেকের করোনা টিকার দুটি ডোজ নেওয়া ছিল। আর করোনা পজিটিভ তাদের প্রত্যেকেরই করোনার মৃদু উপসর্গ রয়েছে।

এর পরই স্থানীয় জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের নির্দেশে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলেজের দুটি হোস্টেল সিল করে দেওয়া হয়েছে এবং কলেজের সব শারীরিক ক্লাস আপাতত স্থগিত করা হয়েছে।

রাজ্যটির স্বাস্থ্যবিষয়ক কমিশনার ড. রণদ্বীপ বলেন, আক্রান্তদের মধ্যে করোনার নতুন ধরনের উপস্থিতি আছে কি না, তা জানার জন্য আমরা জিনোম সিকোয়েন্স পরীক্ষা করার জন্য নমুনা পাঠিয়েছি।

ধারওয়াড়ের এসডিএম কলেজ অব মেডিক্যাল সায়েন্সেসের শিক্ষার্থীদের জন্য একটি নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ১৭ নভেম্বর। সেই অনুষ্ঠানে অংশ নেওয়া ৪০০ জন শিক্ষার্থীর মধ্যে ৩০০ জনের করোনা পরীক্ষা করা হয়। তাতেই দেখা যায়, ৬৬ জন শিক্ষার্থীসহ ১৮২ জন করোনায় আক্রান্ত।

কর্ণাটকসহ ভারতের অন্যান্য রাজ্যে করোনা সংক্রমণ কমলেও আবারও তা বাড়তে শুরু করেছে।সাতদিনের সেরা