kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় প্রখ্যাত সাংবাদিককে হত্যা

অনলাইন ডেস্ক   

২১ নভেম্বর, ২০২১ ১০:৩৫ | পড়া যাবে ১ মিনিটেসোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় প্রখ্যাত সাংবাদিককে হত্যা

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সে দেশের সুপরিচিত একজন সাংবাদিককে আত্মঘাতী বোমা হামলায় হত্যা করা হয়েছে। গতকাল স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটেছে।

সোমালিয়ার সরকার সম্প্রচারিত রেডিও মোগাদিসুর পরিচালক ছিলেন আবদিআজিজ মুহামুদ গুলেদ। একটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তাকে টার্গেট করে আত্মঘাতী বোমা হামলাকারী সুইসাইডাল ভেস্ট বিস্ফোরণ করে।

জানা গেছে, ওই সাংবাদিককে দীর্ঘ সময় ধরে টার্গেট করছিল ইসলঅমি জঙ্গি গোষ্ঠী আল-শাবাব। অবশেষে ড়তকাল শনিবার তিনি জঙ্গিদের হামলার শিকার হন।

এরই মধ্যে আত্মঘাতী হামলায় সাংবাদিক গুলেদকে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব। 

জানা গেছে, আত্মঘাতী হামলার ঘটনায় আরো দু'জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন হলেন সোমালি ন্যাশনাল টেলিভিশনের শারমার্ক মুহামেদ ওয়ারসামি এবং অন্যজন হলেন গাড়ির চালক।

সোমালিয়ার তথ্য প্রতিমন্ত্রী আবদিরহমান ইউসুফ উমার গুলেদকে বরণীয় ব্যক্তি হিসেবে উল্লেখ করে হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন।
সূত্র: ডয়চেভেলে।সাতদিনের সেরা