kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

কপ-২৬ সম্মেলন : করোনায় আক্রান্ত ২৯১

অনলাইন ডেস্ক   

১৯ নভেম্বর, ২০২১ ১১:০১ | পড়া যাবে ১ মিনিটেকপ-২৬ সম্মেলন : করোনায় আক্রান্ত ২৯১

স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬ জলবায়ু সম্মেলন এবং বাইরে আন্দোলনে অংশ নেওয়া লোকদের মধ্যে অন্তত ২৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। খবর ডেইলি মেইলের।

স্কটল্যান্ডের স্বাস্থ্যবিষয়ক প্রাথমিক জরিপে দেখা গেছে, জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে অন্তত ২৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

স্কটল্যান্ডের স্বাস্থ্যবিষয়ক সরকারি সংস্থা (পিএইচএস) জানিয়েছে, কপ-২৬ জলবায়ু বিষয়ক সম্মেলনে অংশ নেওয়া প্রতি ১০০০ জনের মধ্যে চারজনের দেহে করোনা ধরা পড়েছে। 

বিশেষজ্ঞরা মনে করছেন, করোনায় আক্রান্তের সংখ্যা আরো বেশি। সংক্রমণ যেন আরো না বেড়ে যায়, সে জন্য কড়া বিধি-নিষেধ জারি করা হয়েছে বলে জানিয়েছেন  স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিয়ন।

তিনি আরো জানান, কপ-২৬ সম্মেলনের আগেও সবার করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট নেগেটিভ দেখেই যোগদানের অনুমতি দেওয়া হয়। এ ছাড়া সবার মাস্ক পরা বাধ্যতামূলক করা ছিল। তার পরেও এ ধরনের ঘটনা ঘটেছে।
সূত্র : ডেইলি মেইল।সাতদিনের সেরা