kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

সোমালিয়ায় বিস্ফোরণে নিহত ১০

অনলাইন ডেস্ক   

৩০ অক্টোবর, ২০২১ ১৫:৫৮ | পড়া যাবে ১ মিনিটেসোমালিয়ায় বিস্ফোরণে নিহত ১০

সোমালিয়ায় বিস্ফোরণে জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের ১০ জন সদস্য নিহত হয়েছে। জানা গেছে, মাটিতে পুতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তাদের প্রাণ গেছে।

স্থানীয় সময় শুক্রবার আল-শাবাবের সদস্যরা গাড়িতে চড়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। সোমালিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আনাদলু নিউজ অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তর-মধ্য সোমালিয়ার মুদুগ অঞ্চলের কিউক্যাড গ্রামে। জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব। তাদের সদস্যরা সোমালিয়ায় প্রায়ই আইইডি ডিভাইস দিয়ে হামলা চালায়।

এর আগে সেপ্টেম্বর মাসে সোমালিয়ার প্রেসিডেন্ট প্যালেসের কাছে একটি চেক পয়েন্টে আত্মঘাতী বোমা হামলা চালায় আল-শাবাব। তাতে অন্তত আটজন নিহত এবং আরও ৭ জন আহত হয়।
সূত্র: আনাদলু অ্যাজেন্সি।সাতদিনের সেরা