kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

দিল্লিতে ‘শব্দবাজি’ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক   

৩০ অক্টোবর, ২০২১ ০৯:২৮ | পড়া যাবে ২ মিনিটেদিল্লিতে ‘শব্দবাজি’ নিষিদ্ধ

ভারতের রাজধানী দিল্লিতে আগামী ১ জানুয়ারি পর্যন্ত যাবতীয় শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছে। দূষণ রোধেই এ পদক্ষেপ নিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার (২৯ অক্টোবর) বিচারপতি এমআর শাহ ও এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এ নির্দেশনা মেনে শব্দবাজির বিক্রি, তৈরি ও ব্যবহার বন্ধ রাখতে হবে। যদি এ নির্দেশনা অমান্য করা হয় তাহলে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য সচিব, পুলিশ কমিশনার,এসপি ও পুলিশ কর্তাদের দায় নিতে হবে।

ডিভিশন বেঞ্চ জানায়, আদালত যে নির্দেশ দিয়েছে তা কেউ ভঙ্গ করতে পারবে না। উৎসব উদযাপনের নাম করে আইন ভাঙা যাবে না। তবে সব ধরনের বাজি নিষিদ্ধ নয়। গ্রিন বাজি চলতে পারে উৎসবের সময়।

এদিকে শব্দবাজি নিষিদ্ধ করা সত্ত্বেও গ্রিন বাজির নাম করে নানা নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। আদালত বেরিয়াম, লিথিয়াম, অ্যান্টিমনি, পারদের ব্যবহার বাজিতে নিষিদ্ধ করেছে। এর সঙ্গেই জোরালো বাজি যেগুলো প্রচুর শব্দ করে তা নিষিদ্ধ করা হয়েছে।  তবে শুধু দিল্লিই নয়, উড়িশষ্যাতে কভিড-১৯ এর জেরে সব ধরনের বাজি নিষিদ্ধ করা হয়েছে।

 সাতদিনের সেরা